ঈদের সকালে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি

প্রকাশ | ২০ জুলাই ২০২১, ১৫:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

অন্যান্য বছরের ন্যায় এবারও ঈদের দিন দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে বিএনপি।

অন্যান্য সময় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা জানানো হলেও গত কয়েকবছর ধরে সেটা হচ্ছে না। দলের প্রধানকে ছাড়াই স্থায়ী কমিটির সদস্যরা শ্রদ্ধা জানাবেন বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে।

মঙ্গলবার দুপুরে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, বুধবার বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

করোনার কারণে গতবছর থেকে শুধু স্থায়ী কমিটির সদস্যরাই শ্রদ্ধা জানাতে যান। যদিও বিএনপি-অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরাও ছুটে যান দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে।

ঢাকাটাইমস/২০জুলাই/বিইউ/এমআর