অসহায়দের মাঝে ছাত্রলীগের ঈদসামগ্রী বিতরণ

প্রকাশ | ২০ জুলাই ২০২১, ১৯:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনায় অসহায় হয়ে পড়া মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে ঢাকার ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগ। গরিব মানুষের মুখে হাসি ফোটাতে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয় সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকাল থেকে রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, শিশুমেলা এলাকা ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন তারা।

শের-ই-বাংলা নগর থানা ছাত্রলীগের সহ-সভাপতি শিকদার গোলাম রাব্বানী হৃদয় ঢাকাটাইমসকে বলেন, দেশে করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। করোনার প্রাদুর্ভাব রোধে কিছুদিন আগেও কঠোর বিধিনিষেধের কারণে অনেকের রোজগার বন্ধ হয়ে গেছে। ঈদের দিনে একটু ভালো খাবার কেনার টাকাও নাই অনেকের কাছে। তাই ছাত্রলীগের পক্ষ থেকে ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি। ছোট্ট আয়োজনের মধ্যে দিয়ে নিজেদের খরচে সামর্থ্য অনুযায়ী আমরা সুবিধাবঞ্চিতদের সাহায্য করার চেষ্টা করছি।

গোলাম রাব্বানী বলেন, সমাজের সব বিত্তবান মানুষ যদি সামান্য করে গরিবদের সাহায্য করত তাহলে কাউকে অনাহারে দিন কাটাতে হতো না। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারা অনেক সুখের।

ঈদসামগ্রী বিতরণের সময় সেখানে উপস্থিত শের-ই-বাংলা নগর থানা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাশেদ বলেন, আমরা যারা ঈদ সামগ্রী বিতরণ করছি তারা অধিকাংশই ছাত্র। নিজেদের উদ্যোগে নিজেদের খরচে অসহায় সুবিধা বঞ্চিতদের ঈদ সামগ্রীর আয়োজন করেছি। আমাদের যতটুকু সামর্থ্য অসহায়দের পাশে দাঁড়ানোর আমরা ঠিক ততটাই তাদের পাশে দাঁড়াবো।

ছাত্রলীগের সদস্য মো. কাউছার আলমমের উদ্যোগে এবং শের-ই-বাংলা নগর থানা ছাত্রলীগের সহ-সভাপতি শিকদার গোলাম রাব্বানী হৃদয় ও সাবেক সহ-সম্পাদক শিকদার রাশেদের সার্বিক তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিতদের মধ্যে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। ড্রাইভার সমিতি সড়ক ও জনপথ অধিদপ্তরের মোবারক হোসেন, ছাত্রলীগের কাউছার হোসেন, সাব্বির হোসেন ইয়াছিন, আবু বক্কর, মোহাম্মদ সবুজ, ছাত্রলীগের সদস্য সৌরভসহ আরও আরও অনেকে ঈদসামগ্রী বিতরণে সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/২০জুলাই/আরকে/এমআর)