জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

প্রকাশ | ২০ জুলাই ২০২১, ২০:২৫ | আপডেট: ২০ জুলাই ২০২১, ২০:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ  বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার রাত ৯টায় প্রকাশিত হবে। মোট ৬৭৬টি কলেজের দুই লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এবারের পরীক্ষার গড় পাশের হার ৭২ শতাংশ। এ পরীক্ষার ফলাফল রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd অথবা www.nubd.info) পাওয়া যাবে।

এছাড়া রাত ৯টা থেকে যেকোন মোবাইল ফোনের মাধ্যমে nuH4Reg No (শেষের ৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।

চার বছরের সমন্বিত ফলাফল (CGPA) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।  -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২০জুলাই/কেএম)