স্টার্ক-হ্যাজলউডে কুপোকাত ক্যারিবীয়রা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০২১, ১১:০৮ | প্রকাশিত : ২১ জুলাই ২০২১, ১০:৪৭

ব্রিজটাউনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অজি পেসার মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডের দাপুটে বোলিংয়ে রীতিমতো কুপোকাত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডিএল ম্যাথডে ১৩৩ রানের বড় জয় পেয়েছে সফররত অস্ট্রেলিয়া। এ জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অ্যালেক্স ক্যারি বাহিনী।

বৃষ্টি বিঘ্নিত দিনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যালেক্স ক্যারি। ফরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে শুরুতে ভালোই হয় সফরকারীদের। ওপেনিং দুটিতে ফিলিপে এবং ম্যাকডামোট মিলে তুলেন ৫১ রান। ব্যক্তিগত ৩৯ রানে ফেরেন ফিলিপে। আর ম্যাকডামোট করেন ২৮ রান। দ্বিতীয় উইকেট ব্যাট করতে নেমে মিচেল মার্শ করেন ২০ রান। আর মোজেস হ্যানরিকুইসের ব্যাট থেকে আসে মাত্র ৭ রান।

দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের স্বস্তি মিলেছে পঞ্চম উইকেট জুটিতে। এ সময় অ্যালেক্স ক্যারি এবং অ্যাস্টন টার্নার মিলে ১০৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৬৭ রানে ফেরেন ক্যারি। আর টার্নারের সংগ্রহ ৪৯ রান।

এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ফলে অস্ট্রেলিয়ার সংঘ্রহ দাঁড়ায় ২৫২ রানে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন হেইডেন ওয়ালশ। এছাড়া দুটি করে উইকেট নেন আকেল হোসেন এবং আলজারি জোসেফ।

জবাবে ব্যাট করতে নেমে দুই অজি পেসার মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডের কাচেই কুপোকাত ক্যারিবীয়রা। এগারো ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করেন মাত্র তিনজন।

এরমধ্যে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংসটি দলীয় অধিনায়ক কাইরন পোলার্ডের। এছাড়া হেইডেন ওয়ালশ করেন ২০ রান। আর আলজারি জোসেফের সংগ্রহ ১৭ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে ৪৮ রানের খরচায় পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মিচেল স্টার্ক।

(ঢাকাটাইমস/২১জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :