বিশ্ব রেকর্ড গড়ে সিরিজ জিতল ধাওয়ানরা

প্রকাশ | ২১ জুলাই ২০২১, ১২:৪৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কলম্বোতে অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। এদিন বারবার ঘুরেছে ম্যাচের মোড়। শেষ পর্যন্ত অষ্টম উইকেটে জুটিতে দ্বীপক চাহার এবং ভুবনেশ্বর কুমারের অপ্রতিরোধ্য ৮৪ রানের জুটিতে রেকর্ড গড়া জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিক ভারত।

মঙ্গলবার রাতে শ্রীলঙ্কাকে হারানোর মাধ্যমে নির্দিষ্ট দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে ভারত। লঙ্কানদের বিপক্ষে এখন তাদের জয়ের সংখ্যা ৯৩। সিরিজ শুরুর আগে যৌথভাবে এই তালিকায় শীর্ষে ছিল অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯২টি ওয়ানডে জিতেছে অজিরা। আর শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ও সমান ৯২ ম্যাচে।

প্রথম ওয়ানডে হারার পর দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দুই ফিফটিতে ২৭৫ রানের লড়াকু স্কোর সংগ্রহ করে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন চারিথ আশালাঙ্কা। এছাড়া ৫০ রান করে ওপেনার অভিষ্কা ফার্নান্দো। আর মাত্র ৩৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন চামিকা করুনারত্নে।

 জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফররত ভারত। ১৯৩ রান তুলতে ৭ উইকেট হারানো শিখর ধাওয়ানরা এক সময় নিশ্চিত হারের দিকেই এগোচ্ছিল। কিন্তু অষ্টম উইকেটে জুটিতে দ্বীপক চাহার এবং ভুবনেশ্বর কুমারের অপ্রতিরোধ্য ৮৪ রানের জুটিতে সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়ে যায় ভারত।

দলের হযে সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত থাকেন চাহার। এছাড়া ৫৩ রানের ইনিংস খেলেন  সূর্যকুমার যাদব।

(ঢাকাটাইমস/২১জুলাই/এমএম)