ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০২১, ১৯:৩০ | প্রকাশিত : ২১ জুলাই ২০২১, ১৫:৫৬

তিন ম্যাচ সিরিজে সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে সফররত বাংলাদেশ। সর্বোচ্চ রান সংগ্রহে তিন নম্বরে থাকলেও বল হাতে উইকেট শিকারে সবার উপরে টাইগার অলরাউন্ডার সাকিব। আর সেটা পুরস্কার পেলেন তিনি। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন সাকিব।

ঈদের দিনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের প্রথম ম্যাচে ফাইফারসহ তিন ম্যাচে ৮ উইকেট নেয়ার সুবাদে বোলিং র‍্যাংকিংয়ে নয় ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব।

সাকিবের উন্নতি হলেও ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম দুই ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়া মিরাজ দ্বিতীয় স্থান থেকে নেমে গেছেন ৪ নম্বরে।

এদিকে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন সাকিব। তিন ধাপ এগিয়ে এখন তার অবস্থান ২৮ নম্বরে। আর সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল এক ধাপ এগিয়ে উঠে গেছেন ২৩ নম্বরে।

(ঢাকাটাইমস/২১জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :