বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে ঐক্যবদ্ধ হোন: তথ্যমন্ত্রী

প্রকাশ | ২১ জুলাই ২০২১, ১৮:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে করোনা মহামারিকে পেছনে ফেলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সামনে এই আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা যেন দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি।’

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত রয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মহামারিকে পেছনে ফেলে আমরা যেন দেশকে কাঙিক্ষত ঠিকানায় পৌঁছাতে পারি সেটিই আমাদের কামনা।’

করোনায় মৃতদের আত্মার শান্তি কামনা করে হাছান মাহমুদ বলেন, করোনা মহামারির মধ্যে এবারও আমরা ঈদ পালন করছি। মহান স্রষ্টার কাছে আমরা করোনামুক্ত পৃথিবীর জন্য ফরিয়াদ জানাই। অনেক মানুষকে আমরা হারিয়েছি। তাদের আত্মার শান্তি এবং যারা অসুস্থ, তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি।

ঢাকাটাইমস/২১জুলাই/এমআর