বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চীনের ম্যাগলেভ

প্রকাশ | ২২ জুলাই ২০২১, ০৯:২২ | আপডেট: ২২ জুলাই ২০২১, ০৯:৫৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

ঘণ্টায় ৬০০ কিলোমিটার বেগে চলতে পারে একটি ট্রেন চালু করেছে চীন। দেশটির কুইংদাও শহরে এই ট্রেন চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। এই ট্রেনের নাম ম্যাগলেভ বুলেট ট্রেন। সূত্র, সিএনএন।

ট্রেনটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন। ‘ম্যাগলেভ’ শব্দটি এসেছে ‘ম্যাগলেটিভ লেভিয়েশন’ থেকে। জানা গেছে চৌম্বকশক্তি ব্যবহার করে এই ট্রেন চালানো হচ্ছে।

দ্রুতগতির ট্রেন তৈরিতে চীন সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। যার মূল উদ্দেশ্য হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোকে যুক্ত করা। আর দ্রুতগতির ট্রেন হলে ভ্রমণে সময় কম লাগে, সময় অপচয় হয় না। খরচও কম হয়।

ম্যাগলেভ ট্রেন আসার আগে চীনে ট্রেনের সর্বোচ্চ গড় গতি ছিল ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। যেকানে বিমান চলতে পারে ঘণ্টায় ৮০০-৯০০ কিলোমিটার। চীনে বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য চীনের মাত্র একটি ম্যাগলেভ লাইন আছে। যার দৈর্ঘ্য মাত্র ৩০ কিলোমিটার। ঘণ্টায় ৪৩০ কিলোমিটার গতিতে গেলে এই পথ অতিক্রম করতে সময় লাগে সাড়ে সাত মিনিট।

(ঢাকাটাইমস/২২ জুলাই/এসইউএল)