ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেলে করোনায়-উপসর্গে আরও ১৯ মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২১, ১২:৫২

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন করোনা রোগী ছিল এবং অন্যদের উপসর্গ ছিল।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ফরিদপুর জেলার ১২ জন, অন্যরা গোপালগঞ্জ, রাজবাড়ী ও মাদারিপুর জেলার। এছাড়াও বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩0৬ জন রোগী ভর্তি আছেন।

এদিকে ফরিদপুরর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৯৭ জন। আক্রান্তের হার ৩৪ দশমিক ৫৭ শতাংশ। বিধিনিষেধ না মানার কারণেই ফরিদপুরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

সিভিল সার্জন আরও জানান, ফরিদপুর এ পর্যন্ত ১৬ হাজার ৪৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে জেলায় এ পর্যন্ত মত্যু হয়েছে ৩৪১ জনের।

(ঢাকাটাইমস/২২জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :