ঈদের দিন কুকুরের কামড়ে ১২ জন আহত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২১, ১৩:৫৭

পবিত্র ঈদুল আযহার দিন চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলার মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছে।

এর মধ্যে গুরুতর অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের বিভিন্নস্থানে কুকুরের কামড়ে শিশুসহ বারো জন আহত হয়েছে। তারা হলেন- উত্তর রামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম, মাইজকান্দি গ্রামের মো. গাফফারের এক বছরের শিশু সন্তান আরাফাত, আ. কাদের মির্জা, মো. শাহজালালের স্ত্রী ভুলু বেগম, মুনছুর আলী, দক্ষিণ সরর্দারকান্দি গ্রামের মো. ইয়াকুব আলীর দশ বছরের ছেলে রহিম, উত্তর সরর্দারকান্দি গ্রামের আমির হোসেনের স্ত্রী নার্গিস বেগম, শফিকুল ইসলাম, আবু সাইদ বেপারীর স্ত্রী বিলকিছ, মোহাম্মদ পাটোয়ারীর ১২ বছরের ছেলে জিহাদুল, হাবিবুর রহমানের আট বছরের ছেলে মেহেদী হাসান ও ছোট হলদিয়া গ্রামের তাজুল ইসলামের ছয় বছরের শিশু কন্যা তানহা।

(ঢাকাটাইমস/২২জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :