‘২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণের সকল বর্জ্য অপসারণ হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২১, ১৫:১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের কুরবানির প্রথম দিনের বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করে নগর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় মধ্যে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের কুরবানির বর্জ্য অপসারিত হয়েছে।

এর আগে গতকাল রাত সাড়ে ১২টা পর্যন্ত বর্জ্য অপসারণের হালনাগাদ তথ্য দক্ষিণ সিটি জানিয়েছিল, করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬০টি ওয়ার্ডের কুরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।

এর মধ্যে ৩, ৫, ৭, ৯, ১৩-৪৪, ৪৬-৬১, ৬৬-৭৫ এর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণের নগর কর্তৃপক্ষ।

এছাড়া ৪৫ নং ওয়ার্ড থেকে ৯৫ শতাংশ, ১, ৪, ৬, ৮ ও ১৪ নং ওয়ার্ড থেকে ৯০ শতাংশ ও বাকি ওয়ার্ডগুলো হতে গড়ে ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকাটাইমস/২২জুলাই/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :