রাজবাড়ীর বিনোদন কেন্দ্রে মানুষের সমাগম

প্রকাশ | ২২ জুলাই ২০২১, ১৫:৪১

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

চলমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধকে উপেক্ষা করে খেয়াল-খুশি মতো বিনোদনে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী জেলা শহরের কিছু সংখ্যক বাসিন্দা।

ঈদুল আজহা উপলক্ষে লকডাউন পরিস্থিতি শিথিলতার সুযোগে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ঈদের দিন বুধবার বিকালে ও বৃহস্পতিবার সকাল থেকেই রাজবাড়ীর একমাত্র বিনোদন কেন্দ্র জেলা শহরের গোদার বাজার ও সোনাকান্দর ঘাট এলাকার পদ্মা নদীর পাড়ে গিয়ে এমন চিত্র দেখা যায়। হাজারো মানুষের সমাগম সেখানে। চলছে মেলা। ক্ষুদ্র দোকানির পাশাপাশি নাগর দোলা, চরকাসহ বিভিন্ন বিনোদন সামগ্রীতে গাদাগাদি করে চলাচল করছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। অনেকের মুখে মাস্কও নেই।

তবে বিনোদন প্রেমিদের নিরাপত্তায় নিয়োজিত ছিল পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন এ অবস্থা চলবে আরও দুদিন।

প্রতিবছর ঈদের সময় রাজবাড়ী শহরের নৈসর্গিক ও প্রাকৃতিক বিনোদন কেন্দ্র হিসেবে পদ্মাপাড়ে জেলার বাইরে থেকেও অনেকে ঘুরতে আসেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/এসএ/কেএম)