গজারিয়ায় বিধিনিষেধ মানাতে কঠোর প্রশাসন

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০২১, ১৫:৪০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন সফল করতে কঠোর অবস্থান নিয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসন।এই দফার লকডাউনের প্রথম দিনেই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক এলাকা ও বাজারে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাস স্ট্যান্ড, ভবেরচর বাস স্ট্যান্ড, পাখির মোড় ও হোসেন্দী বাজারসহ একাধিক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা প্রশাসনকে সহয়তা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, ওষুধের দোকান মালিক-কর্মচারীদেরকে মাস্ক বিহীন থাকায়, হার্ডওয়ার স্টেশনারি দোকান খোলা রাখাসহ নানা কারণে বিভিন্ন ব্যক্তি- প্রতিষ্ঠানকে সর্বমোট ২ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

তিনি বলেন, এমনিতেই সড়কে গাড়ি নেই বললেই চলে। তার পরও জরুরী সেবায় নিয়োজিত পরিবহন এবং বিদেশগামী যাত্রী ছাড়া কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :