বগুড়ায় করোনায়-উপসর্গে ১৫ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০২১, ১৬:০৩

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং শরীরে করোনা উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন।

এছাড়া নতুন করে আরও ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময় সুস্থ হয়েছেন ১৮২ জন। শুক্রবার বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার আকরাম হোসেন (৬৬)।

ডা. সাজ্জাদ-উল-হক জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় দুইটি পিসিআর ল্যাবে ২১৫ নমুনায় নতুন করে আরও ৮৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৯ দশমিক শূন্য ৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৭০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৮৬ জন। মারা গেছেন ৫২৭ জন। চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯৫ জন।

(ঢাকাটাইমস/২৩জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :