চাঁদপুরে মৌসুমী চামড়া ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

প্রকাশ | ২৩ জুলাই ২০২১, ২১:৪৭

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলায় নিখোঁজের একদিন পর মৌসুমী এক চামড়া ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গঙ্গারামপুর গ্রামের ধানক্ষেতের আইল থেকে বেলায়েত হোসেন রিপন (৩৫) নামে ওই ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় যে কোন বস্তু পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর তার মুঠোফোন নিয়ে গেছে তারা।

বৃহস্পতিবার বিকালে ঈদে শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসা আত্মীয়-স্বজনদের বিদায় দিতে পাশের যাদবপুর বাজারে যান বেলায়েত হোসেন রিপন। রাত ৮টায় বাড়ি না ফেরায় স্ত্রী কুলসুমা বেগম তার মুঠোফোনে ফোন করে। দুইবার কল দেওয়ার পর তার মোবাইলটি বন্ধ পান।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শুক্রবার দুপুরে বাড়ির কাছের এক নারী ছাগল চড়াতে গিয়ে রিপনের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ  করা হয়।

নিহতের স্ত্রী কুলসুমা বেগম জানান, তার স্বামী মূলত কৃষি কাজ করতেন। এবারই প্রথম কোরবানির পশুর চামড়া কেনার ব্যবসা শুরু করেন।

পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএ)