সুদের টাকা দিতে না পারায় কিশোরীকে তুলে নিতে সন্ত্রাসী হামলা

প্রকাশ | ২৩ জুলাই ২০২১, ২২:১৭

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি মধ্যপাড়ায় সুদের টাকা দিতে না পাড়ায় পোশাককর্মীকে কুপিয়ে তার কিশোরী মেয়েকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে সুদ ব্যবসায়ী প্রতিবেশী সোহেল গংদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ত্রাসীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পোশাক কর্মী সাবিনা আক্তার।

অভিযোগ তুলে নিতে সন্ত্রাসীদের অনবরত হুমকির মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে ভুক্তভোগী জানায়।

অভিযোগে জানা যায়, কাকনহাটি ইউপির মধ্যপাড়া ঠাকুরবাড়ির পোশাককর্মী রফিকুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তার। সংসারের অসচ্ছলতা ও করোনাকালীন পরিস্থিতিতে  প্রতিবেশী সোহেল গংদের কাছ থেকে মাসিক চার হাজার টাকা সুদে ২০ হাজার টাকা নেয় রফিকুল। গত আড়াই বছরে ১ লাখ ২০ হাজার টাকা সুদ দিলেও সর্বশেষ ২০ হাজার টাকা দিতে না পারায় সম্প্রতি সাবিনার ১৩ বছর বসয়ী কিশোরী মেয়েকে উঠিয়ে নেয়ার হুমকি দেয় সোহেল গং।

এরই জেরে বৃহস্পতিবার দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত সাবিনার বাড়িঘরে হামলা চালায় সন্ত্রাসীরা। কিশোরী কন্যাকে ঘর থেকে টেনে হিঁছড়ে নিয়ে যেতে চাইলে বাবা রফিকুল ইসলাম, মা সাবিনা আক্তার বাধা দিলে দুজনকেই এলোপাতাড়ি পিটিয়ে, কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা সোহেল গং।

এ ঘটনায় হামলাকারী সোহেল (৩৫), রাসেল (২৭) উভয় পিতা আব্দুর রশিদ, আব্দুর রশিদ (৬০) পিতা মৃত রুসতম আলীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী সাবিনা।

পুলিশ ঘটনা তদন্তে এলাকায় গেলে পুলিশের অনুপস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় দুই দফায় হুমকির মুখে পড়েন অভিযোগকারী। বিবাদীদের ইন্ধনে অভিযোগ তুলে নিতে স্থানীয় প্রভাবশালী সুদ কারবারিদের একটি চক্রের হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান অভিযোগকারী।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় ওসি আব্দুল কাদের মিয়া জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএ)