করোনা ও উপসর্গে বগুড়ায় আরও ২৪ মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৪:০০ | প্রকাশিত : ২৪ জুলাই ২০২১, ১২:৫০

করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় ১৪৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৩৬ জন।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ জনের মধ্যে ছয়জন করোনায় এবং উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- দুপচাঁচিয়ার শিশির চন্দ্র, সদরের সরদার রহমতুল্লাহ, শেরপুরের জাহানারা, গাবতলীর সামেদ আলী, শেরপুরের চাঁন মিয়া এবং সদরের সেলিনা।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৮ জন বগুড়ার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ছিলেন।

ডা. তুহিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলা দুটি পিসিআর ল্যাবে ৩৪৫ নমুনা পরীক্ষা করে নতুন ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯ নমুনায় আটজন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ।

ঢাকাটাইমস/২৪জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :