বিধিনিষেধ মানাতে মানিকগঞ্জে কঠোর প্রশাসন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৫:২৮ | প্রকাশিত : ২৪ জুলাই ২০২১, ১৩:৩৩

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে ১৪ দিনের 'কঠোর' বিধিনিষেধের দ্বিতীয় দিন মানিকগঞ্জে কঠোরভাবে পালিত হচ্ছে। জেলা শহর, ঢাকা-আরিচা মহাসড়ক, পাটুরিয়া ফেরি ঘাটসহ বিভিন্ন পয়েন্টে কাজ করছে প্রশাসন।

জেলার ভ্রাম্যমাণ আদালতের ১৪টি মোবাইল টিম মাঠে আছে। তাদের সার্বিক সহায়তা করছে র‌্যাব, পুলিশের বিভিন্ন ইউনিট ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

জেলা শহরে সরেজমিনে দেখা যায়, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কিছু দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স চলাচল করছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকাও রয়েছে জনশূন্য। ঘাটে কেবল পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।

এদিকে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, মানিকগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৩ হাজার ৮৫০ জনে। আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৮ জন। আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ১ হাজার ৩২ জন এবং হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছে ৬৯ জন। জেলায় এ র্পযন্ত মৃত্যু হয়েছে ৭০ জনের।

(ঢাকাটাইমস/২৪ জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :