ফকির আলমগীর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০২১, ১৬:৩৮
ফকির আলমগীর ও বেনজীর আহমেদ (ফাইল ছবি)

একুশে পদকে ভূষিত বিশিষ্ট গণসংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

শনিবার এক শোকবার্তায় আইজিপি বলেন, ‘ফকির আলমগীর আমাদের সংগীতাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সাধারণ মানুষের অধিকার ও আনন্দ-বেদনা গানের মাধ্যমে তুলে এনে গণসংগীতশিল্পী হিসেবে খ্যাতি পেয়েছিলেন। গান পরিবেশনের বিশেষ ঢং ও উপস্থাপনা শৈলীর কারণেও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি।’

আইজিপি বলেন, ‘তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি আন্দোলন-সংগ্রামে গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। লেখালেখিতেও তার পারদর্শিতা ছিল। তার মৃত্যু আমাদের সংগীতাঙ্গন ও সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। তিনি তার কাজের মধ্য দিয়েই চিরদিন বেঁচে থাকবেন।’

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

(ঢাকাটাইমস/২৪জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :