তালেবানের তৎপরতা ঠেকাতে আফগানিস্তানে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০২১, ০৯:০৯ | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ০৮:৫৯
ছবি: সংগৃহীত

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেয়ার শেষ সময় যতোই এগিয়ে আসছে তালেবানের তৎপরতাও ততো বাড়ছে। একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে তারা। তাই তালেবানকে রুখতে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩১টিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে আফগান সরকার। কারফিউ অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত মানুষের চলাচল বন্ধ থাকবে। সূত্র: আল জাজিরা।

শনিবার এক বিবৃতিতে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সহিংসতা ও তালেবানের তৎপরতা রুখতে ৩১টি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। তবে, কাবুল পঞ্জশির ও নানগারহার এই কারফিউ এর আওতামুক্ত থাকবে।’

গত দুই মাস ধরে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ছে। সম্প্রতি তালেবান দাবি করেছে যে, তারা আফগান ভূখণ্ডের ৮৫ শতাংশ দখল করে নিয়েছে। যদিও এই বিষয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য সরিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান থেকে বিদেশি সব সৈন্য চলে গেলে ছয় মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের সরকার পড়ে যেতে পারে।

এদিকে, আফগান শরণার্থীদের পুনর্বাসনের জন্য জরুরি তহবিল থেকে ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করা যাবে বলে অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব আফগান নাগরিক কাজ করেছেন তাদের পুনর্বাসনের জন্যই এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের।

আফগানিস্তানে যারা যুক্তরাষ্ট্রের পক্ষে দোভাষী হিসেবে কাজ করেছেন এমন হাজারো আফগান নাগরিককে বিশেষ অভিবাসন ভিসা দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্র চলে গেলে এসব মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাদের উপর হামলা করতে পারে তালেবান। সেই শঙ্কা থেকেই এমন উদ্যোগ।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :