দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৭৮৯ কোটি

অর্থ‌নৈ‌তিক প্রতি‌বেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২:৫৪ | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ১২:০৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১২টায় ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে ২১০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৭৮৯ কোটি ৪৩ লাখ ১৭ হাজার টাকা।

অপরদিকে আলোচ্য সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে হয়েছে ২১ কোটি ৯২ লাখ ৬০ হাজার ৬২০ টাকা।একই সময়ে সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :