ব্যারিস্টারি পড়বেন যেভাবে

আমিনুল ইসলাম মল্লিক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৪:০৪ | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ১৩:৫৩

আইন অঙ্গনের কথা উঠলেই মাথায় আসে ‘জজ-ব্যারিস্টার’। আবার জীবনের বড় হওয়ার মাপকাঠি হিসেবেও ‘ব্যারিস্টার’ শব্দটি বেশ প্রচলিত। ‘এত পড়াশোনা করে কি ব্যারিস্টার হবে?’ এমন কথা শোনা যায় প্রায়ই।

‘বার অ্যাট ল’ ডিগ্রি যিনি অর্জন করেন তাকেই বলা হয় ব্যারিস্টার। এই ডিগ্রির কদর রয়েছে আদালত পাড়াতেও। আইন পসরাতেও কিছুটা এগিয়ে তারা। তবে ব্যারিস্টার হলেও দেশের আদালতে যারা চর্চা করতে চান, তাদের এখন বার কাউন্সিলের সনদও নিতে হচ্ছে। যেটি আগে ছিল না।

জানার কৌতুহল রয়েছে অনেকেরই, কীভাবে পড়তে হয় ব্যারিস্টারি? বার অ্যাট ল অর্জনের প্রক্রিয়াটিই বা কী? কতদিন লাগে এই ডিগ্রি অর্জনে? বাংলাদেশের প্রেক্ষাপটে আইনী পেশায় ব্যারিস্টার সনদধারীর উপযোগিতেই বা কী? এসব প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয়েছে বেশ কয়েকজন ব্যারিস্টারের সঙ্গে। তাদের কথায় মিলেছে বিভিন্ন প্রশ্নের উত্তর।

জানতে চাইলে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ঢাকাটাইমসকে বলেন, ‘ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আইনে কোয়ালিফাইড ডিগ্রি নেওয়ার পর নয়মাসের একটি বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) করতে হয়। যেটি সম্পন্ন করতে কিছু কিছু ক্ষেত্রে নয় মাসেরও বেশি সময় লেগে যায়।’

নাসির উদ্দিন বলেন, ‘বাংলাদেশে আইনজীবীদের বলা হয় অ্যাডভোকেট। আমেরিকাতে বলা হয় অ্যাটর্নি। অস্ট্রেলিয়ায় বলা হয় ব্যারিস্টার। এভাবে বিভিন্ন দেশে আইনজীবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। আমাদের দেশে ব্যারিস্টারদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়।’

দেশে বসেই ইংল্যান্ডের এই ডিগ্রি নিতে পারবেন এমনটি উল্লেখ করে ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট বলেন, ‘আমাদের দেশে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ, ভূঁইয়া একাডেমি, ব্রিটিশ স্কুল অব ল, নিউ ক্যাসেল ল একাডেমিসহ বেশ কিছু টিউশন সার্ভিস প্রোভাইডার বার অ্যাট ল পড়ালেখার বিষয়ে সহযোগিতা করে থাকে। মূলত রেজিস্ট্রেশন হয়ে থাকে ব্রিটিশ কাউন্সিলের অধীনে।’ সালেহ আকরাম বলেন, ‘এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী যে কেউ ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্বীকৃত তিন থেকে চার বছর মেয়াদি এলএলবি অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলে জিপিএ-৫ থাকতে হবে।’

জানা যায়, ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। শিক্ষার্থীরা ইংল্যান্ডের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে ও একই সময়ে পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। পরীক্ষা নেওয়া হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। ইংল্যান্ডেই এসব উত্তরপত্র মূল্যায়ন করা হয়। এভাবে দেশে বসেই ইংল্যান্ডের ডিগ্রি পেতে পারেন। এলএলবি করার পর ইংল্যান্ডে সরাসরি বার ভোকেশনাল ট্রেইনিং কোর্সে ভর্তি হওয়া যাবে।

ব্যারিস্টার ইফতাবুল কামাল অয়ন বলেন, ‘ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লন্ডন আর ইউনিভার্সিটি অব নর্দামব্রিয়া দূরশিক্ষণ পদ্ধতিতে ব্রিটিশ ডিগ্রি নেওয়ার সুযোগ দেয়। তবে ঘরে বসে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে অনার্স করা গেলেও নয় মাসের বার প্রফেশনাল ট্রেনিং কোর্সের জন্য ইংল্যান্ডে যেতেই হবে। বার অ্যাট ল কোর্সটি ইংল্যান্ডের চারটি ইনসের যেকোনো একটি থেকে করতে হয়। অর্থাৎ লিংকনস্ ইন, গ্রেইসইন, ইনার টেম্পল ও মিডল টেম্পল এই চারটি ইনসের মধ্যে যেকোনো একটি আপনাকে বেছে নিতে হবে।’

বিজ্ঞ এই আইনজীবী বলেন, ‘সনদ ইন থেকে দেওয়া হলেও কোনো একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতে হয়। ইনস অফ কোর্ট, স্কুল অফ ল, কলেজ অফ ল, বিপিপি ল স্কুল, নটিংহ্যাম, নর্দামব্রিয়া, ব্রিস্টল, কার্ডিফ, ম্যানচেস্টার মেট্রোপলিটন এই নয়টি প্রতিষ্ঠানে বার অ্যাট ল করা যায়। এর যেকোনো একটিতে পড়তে পারেন। সাধারণত আগস্ট-সেপ্টেম্বরে বার অ্যাট ল কোর্সে ভর্তি করা হয়।’

অয়ন আরও বলেন, ‘ব্যারিস্টারি পড়তে বেশ অর্থ খরচ হয়। প্রতিবছরই এ খরচ বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে টিউশন ফি কিছুটা কম-বেশি হয়ে থাকে। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এলএলবি (অনার্স) ডিগ্রিটা যদি ঘরে বসে নিতে চান, তবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও বাংলাদেশি প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ কমপক্ষে ১৯ থেকে ২০ লাখ টাকা লাগবে। ইংল্যান্ডে গিয়ে নিতে চাইলে শুধু টিউশন ফি বাবদ লাগবে ৩০ লাখ টাকার মতো লাগবে।’

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বার ভোকেশনাল কোর্সের বর্তমান টিউশন ফি নয় থেকে ১৫ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় এ ফি ১০ থেকে ১৬ লাখ টাকা। বার-অ্যাট-ল কোর্সটির মেয়াদ নয় মাস হলেও এটি শেষ করতে এক বছর লেগে যায়। তাই এর টিউশন ফি’র সঙ্গে এক বছরের থাকা-খাওয়ার খরচ হিসাব করতে হবে। এ খরচ নির্ভর করে জীবনযাত্রার মানের ওপর। এই এক বছরে থাকা-খাওয়া বাবদ পাঁচ থেকে আট লাখ টাকা গুনতে হবে।

ব্যারিস্টার ওলোরা আফরিন বলেন, ‘ইংল্যান্ডে যাঁরা ব্যারিস্টারি পড়তে যান, পড়াশোনার পাশাপাশি তাদের খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীরা নতুন নিয়মে সপ্তাহে ১০ ঘণ্টা কাজ করতে পারেন। যদিও এ সময় পড়ার চাপে খণ্ডকালীন কাজ করা যায় না। ‘বার অ্যাট ল’ করার সময় প্রচুর পড়াশোনা করতে হয়। তাই সুযোগ থাকলেও খণ্ডকালীন কাজ করা কঠিন হয়ে পড়ে।’

বার অ্যাট ল ডিগ্রি নিতে কী কী যোগ্যতা অর্জন করতে হয়? জবাবে ব্যারিস্টার শেখ মিশু আহম্মেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর অনার্স-মাস্টার্স করেও কেউ সরাসরি ইংল্যান্ডে প্রফেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি হতে পারবেন না। অর্থাৎ ব্রিটিশ বিশ্ববিদ্যালয় এবং তাদের অধিভুক্ত কিছু প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে কেউ যদি অনার্স পাস করেন, তবে তাকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি হতে হলে আবার নতুন করে কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি বা এলএলএম পাস করতে হবে। তবে, এক্ষেত্রে মাস্টার্স ডিগ্রিধারীরা একটা বিশেষ সুবিধা পান। তা হলো—তাদের অনার্সের মোট ১২টি বিষয়ের মধ্যে তিনটি বিষয় কম পড়লেই চলে।’

তিনি জানান, এ কোর্সে প্রতিবছরই পাঁচ হাজারের মতো আবেদন জমা পড়ে। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত দক্ষতা, ভাষার দখল, সাংগঠনিক দক্ষতা এসব বিষয় বিবেচনায় এনে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হয়। সম্প্রতি আইইএলটিএস স্কোরও দেখা হচ্ছে। আবেদনের ক্ষেত্রে স্কোর ৭.৫ বাধ্যতামূলক হলেও অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।

বাংলাদেশে আইনপেশা চর্চা করতে হলে এখন ব্যারিস্টারদেরও নিতে হয় বার কাউন্সিলের সনদ। অতীতে অবশ্য এ নিয়ম ছিলনা। বাংলাদেশ বার কাউন্সিলের নিয়ম অনুয়ায়ী আইনে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনটি ধাপে পরীক্ষা দিয়ে আইনজীবী সনদ নিতে হয়। যেটি এখন বার এট ল ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

(ঢাকাটাইমস/২৪ জুলাই/এআইএম/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :