বিধিনিষেধ অমান্য করায় ঠাকুরগাঁওয়ে ৪৫ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ১৩:৫০

করোনাকালীন লকডাউন না মানায় ঠাকুরগাঁওয়ে ৪৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ৫ উপজেলায় অভিযান চালিয়ে মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন উপজেলার বালিয়াডাঙ্গী বাজার, বারঢালি বাজার, কালমেঘ বাজার, হলদীবাড়ি বাজার, মিলটেক বাজার, কাঁচকালি বাজার, বোয়ালধার বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেন এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, মহামারী করোনা হতে জনগণকে রক্ষার্থে জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তক্রমে জেলা প্রশাসন তৎপর রয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগন মাঠে কাজ করছেন। কিছু কিছু অতি উৎসাহী মানুষ লকডাউনের নির্দেশনা না মানায় এবং মাস্ক ব্যবহার না করায় তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। জনস্বার্থে এ তৎপরতা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :