মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন, পুড়ল বাস-প্রাইভেটকার

প্রকাশ | ২৫ জুলাই ২০২১, ১৩:৫৬ | আপডেট: ২৫ জুলাই ২০২১, ১৪:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মতিঝিলে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। এতে দুটি বাস ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

রবিবার বেলা ১১টার দিকে গ্যারেজটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১১টার দিকে মতিঝিলে মধুমিতা হলের পেছনে গাড়ির গ্যারেজে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় গ্যারেজটির ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় দুই কোটি টাকা মূল্যেও মালামাল উদ্ধার করা হয়েছে।

আগুনে দুটি বাস ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। কিভাবে ও কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকাটাইমস/২৫জুলাই/এআর/এমআর