উগান্ডায় গাড়ি কিনতে সাংসদ প্রতি ৪৭ লাখ, ব্যাপক ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৪:৫৩ | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ১৪:৩৭
ছবি: সংগৃহীত

আফ্রিকার মহাদেশের দেশ উগান্ডায় ৫২৯ জন সাংসদের প্রত্যেককে নতুন গাড়ি কেনার জন্য ৫৬ হাজার ৫০০ ডলার করে দেয়া হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৭ লাখ টাকা। দেশটি এখন করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। তারই মধ্যে এমন সিদ্ধান্ত দেশটির নাগরিকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

নতুন গাড়ি কেনা বাবদ মোট মিলিয়ে প্রায় ৩০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। উগান্ডার ইউনিয়ন অব হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর আনেত নানা নামাতা বলেছেন, ‘অল্প কয়েকজন ব্যক্তির জন্য বিলাসবহুল গাড়ি কেনার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করাটা অগ্রহণযোগ্য। তারা আবার প্রতি মাসে বেতনও পাচ্ছেন। অন্যদিকে, দেশের বৃহৎ জনগোষ্ঠী খেতে পাচ্ছে না।’

উগান্ডায় একজন শ্রমিক মাসিক গড়ে ২৮ ডলার (প্রায় ২৪০০ টাকা) আয় করেন। আর একজন শিক্ষক আয় করেন ৭৫ ডলার (প্রায় সাড়ে ছয় হাজার টাকা)।

দেশটির জাতীয় এনজিও ফোরামের নেতা মোজেস ইসোবা বলেছে, ‘যখন সরকার টিকা কেনার জন্য নাগরিকদের কাছে অর্থ চাইছে ঠিক তখনই গাড়ি কিনতে এত টাকা ব্যয় করাটা লজ্জাজনক একটি কাজ।’

তিনি বলেন, ‘গাড়ি না কিনে এই টাকা ৫ লাখ দরিদ্র মানুষকে দেয়া যেতে পারতো।’

তবে দেশটির সরকারের মুখপাত্র ওফউনো ওপোন্দো বলেছেন, ‘সাংসদরা যাতে করে মানুষের সঙ্গে যোগাযোগ আরো ভালোভাবে রক্ষা করতে পারেন তাই এমন সিদ্ধান্ত। তাছাড়া এই বাজেট প্রক্রিয়ায় সুশীল সমাজের সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন। তারা জানতেন যে, গাড়ি কিনতে সাংসদদের টাকা দেয়া হবে।’

উগান্ডায় মোট জনসংখ্যা ৪৫ মিলিয়ন। এখন পর্যন্ত এই দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭১০ জন। মারা গেছেন ২ হাজার ৪৯৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ মিলিয়ন মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :