ডিএমপির ৯ কর্মকর্তার পদায়ন

প্রকাশ | ২৫ জুলাই ২০২১, ১৭:২২ | আপডেট: ২৫ জুলাই ২০২১, ১৮:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

ডিএমপির অফিস আদেশে বলা হয়, ডিএমপির ডিসি হায়াতুল ইসলাম খানকে অপারেসনস বিভাগে পদায়ন করা হয়। আর অপারেসনস বিভাগের ডিসি মো. ফারুক হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে প্রটেকশন বিভাগের এসি এম. রাকিবুল হাসান ভূঞাকে মতিঝিল বিভাগের এসি পেট্রোল, মতিঝিল বিভাগের এসি পেট্রোল আরিফ মুহাম্মদ শাকুরকে সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, অমিত কুমার দাশকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, বাহাউদ্দীন ভূঁঞাকে প্রটেকশন বিভাগে, শান্তা ইয়াছমিনকে ট্রাফিক প্রশাসনে, রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারের এসি স্নেহাশীষ কুমার দাসকে তেজগাঁও বিভাগের পেট্রোলে এবং তানিয়া সুলতানাকে ডেভেলপমেন্ট বিভাগে এসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকাটাইমস/২৫জুলাই/এএ/এমআর