লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় জরিমানা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ১৮:২২

ভোলার দৌলতখান উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় দুই বিয়ে বাড়িতে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত। রবিবার দুপুরের দিকে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

দুপুরের দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তালুকদার বাড়ি ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাড়ি দুটিতে অভিযান চালানো হয়। এতে সৈয়দপুর ইউনিয়নের তালুকদার বাড়িতে ১০ হাজার ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিয়ে বাড়িতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৌ-ভাতের আয়োজন করায় এই দুটি বাড়িতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এছাড়াও করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :