গাজীপুরে কারখানা খোলা রাখায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ২২:২৪

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন ফাঁকি দিয়ে গোপনে কাশিমপুর এলাকায় একটি পোশাক কারখানা চালু রাখেন কর্র্তৃপক্ষ। রবিবার গোপন সংবাদে নির্বাহী হাকিম কামরুজ্জামানের নেতৃত্বে সিটি করপোরেশনের কাশিমপুর নোয়াপাড়া এলাকায় অভিযান চারঅনো হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেখানকার কটন ক্লাব বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করে।

নির্বাহী হাকিম কামরুজ্জামান জানান, লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি নিয়ম না মেনে কারখানা খোলা রাখায় কটন ক্লাব বিডি কারখানায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :