ইউএনওর গাড়ি দেখেই দৌড়ে পালায় লোকজন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ২২:৫৩

ঈদের ছুটিতে পরিবার ও সন্তানদের সঙ্গে পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় করছে দর্শনার্থীরা। কোভিড-১৯ সংক্রমণ রোধে লোকজন তেমন সচেতন নয়। শুধু কেবল ইউএনওর গাড়ি দেখেই দৌড়ে পালায় লোকজন।

শিক্ষিত ব্যক্তিরাই বেশি মানছেন না স্বাস্থ্যবিধি, এমন আক্ষেপ করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, ‘ভৈরবের একজন ব্যাংকার নিজস্ব প্রাইভেটকার করে সন্তান-পরিবার নিয়ে ভৈরব উপজেলার মেন্দিপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসছেন। যখনই ইউএনওর গাড়ি দেখলো তখনই গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দৌড়ে তাকে আটক করে জিঙ্গাসাবাদ করে। উত্তরে তিনি বলেন- আমার ছোট মেয়েটা কান্না করছে বের হওয়ার জন্য, সেজন্যই মেয়ের কান্না থামানোর জন্য বের হয়েছি।’

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণ রোধে কঠোর লকডাউন অমান্য করে ঈদের ছুটিতে লোকজন কোনরকম স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের লোকদের নিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছে। সেসব স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।’

সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান ইউএনও।

সরকারি নির্দেশনা অনুসারে কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নে রবিবার ভৈরব উপজেলার বিভিন্ন বাজার, পর্যটন কেন্দ্র, কফি হাউজ ও সড়কের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায়, বিনা কারণে ঘোরাঘুরি করায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট, পর্যটন কেন্দ্র, কফি হাউজ খোলা রাখায় ২৫ জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :