যুক্তরাষ্ট্রে টিকা নিলে মাস্ক পরতে হবে না

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০২১, ১১:০১ | প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ১০:৫৮
ছবি: সংগৃহীত

করোনা মহামারি মোকাবেলায় ‘ভুল পথে’ এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এমনই মন্তব্য করেছেন দেশটির উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি। সেই সাথে ফাউসি বলেছেন, মাস্ক পরার নির্দেশনায় পরিবর্তন আসছে। টিকা নিলে আর মাস্ক পরতে হবে না। বুস্টার ডোজ নিয়েও পর্যালোচনা চলছে। সূত্র: বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্থনি ফাউসি। রবিবার তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘ভ্যাকসিন গ্রহণ না করা ব্যক্তিদের মধ্যে সংক্রমণ বাড়ছে।’

অ্যান্থনি ফাউসি বলেছেন, ‘যেসব এলাকায় ভ্যাকসিন দেয়া হয়নি বা কম সংখ্যক মানুষকে দেয়া হয়েছে সেসব এলাকায় ডেল্টা ভ্যারিয়ান্টের প্রকোপ বাড়ছে। ঝুঁকিতে থাকা মানুষদের বুস্টার ডোজ দেয়ার ব্যাপারেও চিন্তা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মাস্কের নির্দেশনায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যারা টিকা নিয়েছেন তারা মাস্ক পরা ছাড়াই পূর্বের মতো সব কাজ করতে পারেন। তবে, স্থানীয় সরকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর গাইডলাইন মেনে নিয়ম জারি করতে পারবেন।’

সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৬২.৭ মিলিয়নেরও বেশি মানুষকে পূর্ণ ডোজের টিকা দেয়া হয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার ৪৯ শতাংশ। দেশটির দক্ষিণাঞ্চলে ভ্যাকসিন না নেয়া মানুষের সংখ্যা বেশি।

গত মে ও জুনে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কিছুটা কম থাকলেও জুলাইয়ে তা আবার বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৪৬৫ জন। মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৭৬২ জন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল ভিভেক মার্থি বলেছিলেন, করোনায় মৃতদের মধ্যে ৯৯.৫ শতাংশ ভ্যাকসিন গ্রহণ করেননি।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ডা. ফাউসি বলেছেন, যেসব এলাকায় ভ্যাকসিন নেয়া মানুষের সংখ্যা কম সেখানকার মানুষকে টিকা নিতে উৎসাহ দিতে হবে। এই দায়িত্ব নিতে হবে স্থানীয় নেতাদের।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :