মাত্র ১৩ বছর বয়সে সোনা জিতলেন নিশিয়া

প্রকাশ | ২৬ জুলাই ২০২১, ১২:০৮ | আপডেট: ২৬ জুলাই ২০২১, ১২:৫১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

‘দ্য গ্রেটেস্ট শো অন’ আর্থ নামে খ্যাত অলিম্পিকে স্কেটবোর্ডিং নামে কোনো ইভেন্ট ছিল না। এবারই সেটা যুক্ত করা হয়েছে। আর এই নতুন ইভেন্টে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এক জাপানি তরুণী। মাত্র ১৩ বছর বয়সী মোমিজি নিশিয়া স্কেটবোর্ডিংয়ে সোনা জিতে নিয়েছেন।

অবশ্য রূপাজয়ী ব্রাজিলিয়ান তরুণী রাইসা লিলের বয়সও ১৩ বছর। সোনা এবং রূপা জয়ী একই বয়সী বহলেও ব্রোঞ্জ জয়ী জাপানি তরুণীর ফুনা নাকাইয়ামার বয়স কিন্তু ১৬ বছর।  

স্কেটবোর্ডিং ইভেন্টে সোনাজয়ী নিশিয়া স্কোর ১৫.২৬। আর ১৪.৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকেন রাইসা লিলে এবং ব্রোঞ্জ জয়ী নাকাইয়ামার স্কোর ১৪.৪৯।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এমএম)