সদর হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা দিল ঠাকুরগাঁও চেম্বার

প্রকাশ | ২৬ জুলাই ২০২১, ১২:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাইফ্লো ন্যাজাল ক্যানুলা এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়েছে জেলা চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। রবিবার বিকেলে ঠাকুরগাঁও সংগঠনটির নেতারা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকারের হাতে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন।

চেম্বারসের নেতারা জানান, এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এইসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি মো. হাবিবুল ইসলাম বাবলু, মো. মনিরুজ্জামান জুয়েল, সুদাম সরকার, সাখাওয়াত হোসেন চৌধুরী বুলু ও মামুন উর রশিদ মামুন প্রমুখ।

এর আগে করোনা রোগীদের চিকিৎসা সহায়তা অব্যাহত রাখতে প্রকৌশলী মো: ফজলুর রহমান নামে এক ব্যক্তি সদর হাসপাতালে ৫টি ভেন্টিলেটর ও ১টি আইসিইউ মনিটর দেন। এছাড়া ইএসডিও নামের একটি বেসরকারি সংস্থা ৬টি অক্সিজেন কনসেনট্রেটর ও ১৫০টি নন রিবেথ্রার মাস্ক দেয় হাসপাতালে।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/পিএল)