‘ঘটনা সত্য’র কলাকুশলীদের ধুয়ে দিলেন তুষার

প্রকাশ | ২৬ জুলাই ২০২১, ১৩:০৬ | আপডেট: ২৬ জুলাই ২০২১, ১৩:৪৮

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। এই ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তাদের অভিনীত নাটক ‘ঘটনা সত্য’। মাইনুল শানুর চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা হচ্ছে বাবা-মায়ের পাপ কর্মের ফল- এমন বার্তাই দেয়া হয়েছে এই নাটকের গল্পে।  

‘ঘটনা সত্য’ নাটকটি ইউটিউবে দেখার পর ফুঁসে উঠেছে সোশ্যাল মিডিয়ার দর্শকরা। প্রত্যেকেই এর তীব্র সমালোচনা করেছেন। এছাড়া নাটকটি দেখে এটির নির্মাতা এবং কলাকুশলীদের তীব্র সমালোচনা ও গালমন্দ করেছেন উপস্থাপক ও চিকিৎসক আব্দুন নূর তুষার।

তার ভাষায়, ‘অশিক্ষা আর বর্বরতা; উজবুকি আর আহাম্মকির চূড়ান্ত নিদর্শন হলো সিএমভির ব্যানারে এক নাটক, যেখানে সন্তানের অটিজম স্পেকট্রাম ও অন্যাূন্যষ behavioural disorder ও জেনেটিক কন্ডিশনকে মা-বাবার পাপের/ভুলের শাস্তি হিসেবে ইঙ্গিত করে দেখানো হয়েছে। এ নাটকের প্রচার বন্ধ করা উচিত এবং নাটকের কাহিনিকার ও পরিচালক-প্রযোজকের উচিত প্রকাশ্যেূ ক্ষমা চাওয়া।’

তিনি বলেন, ‘তথ্য  মন্ত্রণালয়ের অবিলম্বে একটি টাস্কফোর্স গঠন করা দরকার যেখানে এ ধরনের বলদদের তৈরি করা কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও বিচার করা হবে। শত শত বাবা-মায়ের মনে এরা কুৎসিত আঘাত করেছে। গর্দভগুলোকে আমার প্রশ্ন, তাদের নিজেদের বাবা-মায়ের কোন পাপে তাদের মতো এ রকম অকাল কুষ্মান্ড জন্ম নিয়েছিল? দেশে একটি সম্প্রচার পর্যবেক্ষণ কমিশন করা দরকার।’

এদিকে, ইউটিউবে নাটকটি দেখে এর কমেন্ট বক্সে লম্বা এক মন্তব্য লিখেছেন শাহাদাত হোসেন নামে এক দর্শক। তিনি লিখেছেন, ‘স্পেশাল চাইল্ড আমাদের কোনো বোঝা নয়, তারা আমাদের অন্য সবার সন্তানদের মতোই সাধারণ সন্তান। সৃষ্টিকর্তা নিজেও স্পেশাল চাইল্ডদের নিজের হাতে সৃষ্টি করেছেন। বাংলাদেশের অন্যতম বড় ইউটিউব চ্যানেল সিএমভি বানিয়েছে নাটক ‘ঘটনা সত্য’। এই সত্য ঘটনাটি হচ্ছে বাবা মা কোনো পাপ করলে সেই পাপের ফসল স্পেশাল চাইল্ড।’

তার প্রশ্ন, ‘একটা নাটক বানাতে গেলে ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, আর্টিস্টসহ স্পন্সর প্রতিষ্ঠান সবাইকে আগে গল্প দেখাতে হয়। এতগুলো মানুষের সবাই কি তাহলে এটাই বিশ্বাস করে যে স্পেশাল চাইল্ডরা বাবা মায়ের পাপের ফসল? মাননীয় প্রধানমন্ত্রী নিজে ডিজেবল বাচ্চাদের নিয়ে সব সময় ভেবেছেন, সেখানে সরকারি প্রতিষ্ঠান নগদ কীভাবে আফরান নিশো, মেহজাবিন অভিনীত, রুবেল হাসান পরিচালিত এই নাটকটি স্পন্সর করতে পারে?’

তিনি বলেন, ‘টাকার জন্য অভিনেতারা বিক্রি হয়ে যায়, ডিরেক্টররা যা খুশি তাই বানায়, বড় বড় প্রতিষ্ঠান সেখানে পয়সা ঢালে। কিন্তু আমাদের নৈতিকতার এত অবক্ষয় কীভাবে মেনে নেয়া যায়? আমি জানতে চাই, এই নাটকটি নির্মাণের সঙ্গে জড়িত সকল কলাকুশলী এটাকে কীভাবে ব্যাখ্যা করবে? শুধু ফেসবুকে একটা স্ট্যাটাসে সরি বললে সেটাই কি সমাধান? যারা যারা এর মধ্যে নাটকটা দেখেছেন, তাদের মানসিক অবস্থাটা একবার ভাবুন! একটা ফেসবুক স্ট্যাটাসে কি সব সমস্যার সমাধান হয়?’

তিনি আরও লেখেন, ‘কিছুদিন আগে আরেকটা নাটক বানানো হয়েছিল, যেখানে স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ নিয়ে একটা মিথ্যা গল্প দর্শকদের দেখানো হয়েছে। সাধারণ দর্শকদের কাছে ভুল ম্যাসেজ পৌছানোর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দেশ, জাতি।’

এছাড়া এক বিশেষ শিশুর মা ফেসবুকে ভিডিওবার্তা দিয়ে নাটকটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘বিশেষ শিশুর মা হিসেবে নানা সময়ে সমাজের মানুষদের বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। অনেকে বলেন, আমাদের কোনো পাপের কারণে আমাদের সন্তান এমন হয়েছে। কিন্তু যেকোনো ধর্মে বলা আছে, আপনারা যদি বিশেষ শিশুর বাবা-মা হন, তাহলে আপনারা আশীর্বাদপুষ্ট।’

তিনি বলেন, ‘ঘটনা সত্য’ নাটকে যে বার্তা দেয়া হয়েছে, তা আমি একেবারেই মেনে নিতে পারি না। দায়িত্বশীল জায়গা থেকে সংশ্লিষ্টরা এ ধরনের ভুল বার্তা দিতে পারেন না। আমি আশা করব, নাটকটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হবে।’ এর পাশাপাশি নাটকের বিষয়বস্তু সম্পর্কে বিশেষ শিশুদের নিয়ে কাজ করা কিছু সংগঠনের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়েছে।

এদিকে ‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলীদের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ইতোমধ্যে দুঃখ প্রকাশ করা হয়েছে। নিজেদের ভুল স্বীকার করে তারা নাটকটি ইউটিউব থেকে তুলেও নিয়েছেন। নাটকের দুই প্রধান চরিত্র আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, পরিচালক রুবেল হাসান ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ফেসবুকে বিবৃতিটি পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন।

ঢাকাটাইমস/২৬জুলাই/এএইচ