মেয়াদ বাড়ছে টাইগারদের ব্যাটিং পরামর্শক প্রিন্সের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৩:২৯ | প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ১৩:২১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটিং পরামর্শক জন লুইসের মেয়াদ শেষ হওয়ার পর শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দেয়া হয়। জিম্বাবুয়ে সফর ভালোভাবেই শেষ হয়েছে বটে, কিন্তু ব্যাটিং পরামর্শকের জায়গাটা আবারো হয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। এই ফাঁকা জায়গা পূরণের জন্য প্রোটিয়া সাবেক ক্রিকেটার প্রিন্সের সঙ্গে নতুন মেয়াদে আবারো চুক্তি করতে যাচ্ছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান চুক্তির মেয়াদ বাড়ানোর ইঙ্গিতই দিয়েছেন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে সাক্ষাৎকার দেয়াকালে তিনি বলেন, ‘আমরা তার (প্রিন্স) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা বলছি। শিগগিরই আমরা সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘এই অবস্থায় দাঁড়িয়ে নতুন একজন ব্যাটিং পরামর্শক পাওয়া খুবই কঠিন। এছাড়া সে জিম্বাবুয়েতে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তাই আমরা কোচিং প্যানেলে তাকে রাখতে আগ্রহী।’

(ঢাকাটাইমস/২৬জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :