গরুর সঙ্গে ধাক্কা খেয়ে খাদে ইউএনও’র গাড়ি

প্রকাশ | ২৬ জুলাই ২০২১, ১৫:০২ | আপডেট: ২৬ জুলাই ২০২১, ১৫:৫১

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া এলাকায় গরুর সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে এ দুঘর্টনা ঘটে। এসময় ইউএনও মো. তাজুল ইসলাম গাড়িতে ছিলেন না।

এই ঘটনায় গাড়ি চালক মো. খসরু সামান্য আহত হয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হঠাৎ একটি গরু সামনে এসে পড়ে। এতে করে গরুর সাথে ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িটির সামনের অংশসহ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম জানান, গাড়িটি তেল আনতে পাম্পে যাচ্ছিল। হঠাৎ একটি গরু রাস্তায় উঠে এসে গাড়িটির সামনে পড়ে। এছাড়াও ওই সময়ে পাশে কয়েকজন লোক ছিলেন। ওই লোকজনদের বাঁচাতে গিয়ে দুর্ঘটনাকবলিত হয় গাড়িটি।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/পিএল)