ফেনীতে করোনা ইউনিটে সাতজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ১৬:২২

ফেনী জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালের আসাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ইকবাল জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সাতজনের মৃত্যু হয়। করোনা ডেডিকেটেড ঘোষণার পর থেকে এটি হাসপাতালে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে একদিনে সর্বোচ্চ নয়জন মারা যান।

এই চিকিৎসক জানান, আইসিইউ ও আইসোলেশন ইউনিটে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের চারজন পুরুষ ও তিনজন নারী। করোনা ইউনিটে নতুন ২৫ জন ভর্তিসহ ১১৩ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ ও সিসিইউতে পাঁচজন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২১ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। গত ১ জুলাই থেকে এ পর্যন্ত গত ২৫ দিনে আইসোলেশন ইউনিটে একজন পজিটিভসহ ৭০ জন মারা গেছেন। আর আইসিইউ-সিসিউতে সোমবার পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :