যশোরে করোনায়-উপসর্গে ১২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৬:৩৮ | প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ১৬:২৩

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এছাড়া একজন শরীরে এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ১৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৭৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২১ শতাংশ। একই সময়ে ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩৭ জন।

এছাড়াও যশোর সদর উপজেলায় ৮৩ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ২১ জন, চৌগাছা উপজেলায় ১৩ জন, মনিরামপুরে আটজন, শার্শায় ছয়জন, বাঘারপাড়ায় পাঁচজন, কেশবপুরে দুজন নতুন করে শনাক্ত হয়েছে৷

এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৯১৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৫২ জন। করোনা পজেটিভ রোগী মারা গেছে ৩২২ জন৷

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :