কলাবাগানে জুয়া খেলার অভিযোগে আটক ২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ১৬:৪৫

রাজধানীর কলাবাগান এলাকায় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ২৪ জনকে আটক করেছে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ২২ সেট তাস এবং নগদ এক লাখ ৬০ হাজার ২৩৮ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার দুপুরে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- মো. মাসুদুর রহমান ওরফে মিন্টু, মো. জাকির হোসেন, রাজু আহম্মেদ, মো. হানিফ, মো. খোরশেদ আলম ওরফে বাবু, মো. মোস্তফা, মো. আফজাল হোসেন, মো. আব্দুর রহমান, মো. আব্দুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. জুয়েল হোসেন, মো. কামাল হোসেন মো. রাজিব মো. হামিদুর রহমান, মো. আবদুল আজিজ, মো. হাবিবুর রহমান, মো. মাসুদ, মো. জাহিদ, মো. হুমায়ুন হোসেন, মো. মোস্তাফা, মো. সোহরাব হোসেন, মো. রিপন মো. মায়নুল হায়দার ওরফে জাবেদ, এবং মো. কামাল হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩ জানতে পারে কলাবাগান এলাকায় জুয়াড়ি চক্রের কিছু সদস্যরা জুয়ার আসর বসিয়েছে। পরে র‌্যাব-৩ এর দল গতকাল রবিবার রাত সোয়া ১০টার সময় কলাবাগান এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ২৪ জনকে আটক করা হয়।

র‌্যাবের ভাষ্যমতে, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে তারা জুয়া খেলে আসছেন বলে জানান। জুয়া খেলে তারা সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবুও জুয়া খেলার সুযোগ থাকায় তারা প্রতিদিন ঘটনাস্থলে জুয়া খেলতে আসতে।

অভিযানে ওই এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে দাবি র‌্যাবে। আটকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :