পাঁচ অতিরিক্ত সচিব পদে রদবদল

প্রকাশ | ২৬ জুলাই ২০২১, ১৭:৩০ | আপডেট: ২৬ জুলাই ২০২১, ১৭:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এছাড়া উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তাকেও বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব বেগম ফৌজিয়া জাফরিনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এনজিও উন্নয়ন ব্যুরোর পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহাদত হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন) প্রণব কুমার ঘোষকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত মো. বেলায়েত হোসেন তালুকদারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (উপসচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরীকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/জেবি)