ম্যারিকোর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ১৯:০৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তবর্তীকালীন ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) আয়ের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৪ টাকা ২৯ পয়সা। এর ৫৮ শতাংশ লভ্যাংশ হিসেবে বিতরণ করে দিচ্ছে কোম্পানিটি। অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( ইপিএস) ছিলো ৩১ টাকা ৬৪ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৮৬ টাকা ২৪ পয়সা।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :