বড় ক্ষতি থেকে বাঁচল সার্জিক্যাল মার্কেট

প্রকাশ | ২৬ জুলাই ২০২১, ১৯:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর তোপখানা রোডের গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটের ছয় তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে, বড় ধরনের ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়েছে দমকল বাহিনী। ছষ্ঠ তলায় বিভিন্ন প্রতিষ্ঠানের গোডাউন থাকায় বড় ধরনের ক্ষতি হতে পারত।

দমকল বাহিনী জানায়, সোমবার বিকাল ছয়টার দিকে ভবনের ছয় তলার একটি দোকানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ১১টি ইউনিটের চেষ্টায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে একে একে দমকল বাহিনীর ১১টি ইউনিট আসে। ছয় তলা এই ভবনের সিঁড়ি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কাজ করতে কিছুটা সমস্যা হয়। তবে, সকলের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের কর্তকর্তারা বলছেন, সার্জিক্যাল মার্কেটে বেশিরভাগ পণ্য প্লাস্টিকের। ফলে এতে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোয়ার সৃষ্টি হয়। ভবনটি কমার্শিয়াল হলেও ছষ্ঠ তলায় মানুষ বসবাস করার প্রমাণ পাওয়া গেছে। যা একটি কমার্সিয়াল ভবনের জন্য অত্যান্ত ঝুঁকিপূর্ণ। এতে বর ধরনের ক্ষতি ও প্রাণ হানির সম্ভাবনা থাকে। 

(ঢাকাটাইমস/২৬জুলাই/এআর/ইএস)