ডেঙ্গু রোগীর বাড়ির আশপাশের চারশ গজে চিরুনি অভিযান

প্রকাশ | ২৭ জুলাই ২০২১, ১২:১২ | আপডেট: ২৭ জুলাই ২০২১, ১২:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনা মহামারির মধ্যেই ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী। সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে চলছে ক্রাশ প্রোগ্রাম। এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কোনো বাড়িতে ডেঙ্গু রোগী শনাক্ত হলে সেই বাড়িসহ আশপাশের ৪০০ গজের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি বলেন, দাপ্তরিকভাবে সিদ্ধান্ত হয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের কোনো বাড়িতে ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেলে সে বাড়িসহ আশপাশের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

সোমবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১২৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গতকাল ভর্তি হয়েছিল ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ১২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১২০ জন এবং ঢাকার বাইরে ৩ জন ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে সর্বমােট ভর্তি রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রােগী ৪৬০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রােগীর সংখ্যা ৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০২ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৩৩১ জন।

(ঢাকাটাইমস/২৭জুলাই/বিইউ/কেআর)