লামিচানের ডাকে সাড়া দিয়ে কাঠমান্ডুর পথে আফ্রিদি

প্রকাশ | ২৭ জুলাই ২০২১, ১২:৩২ | আপডেট: ২৭ জুলাই ২০২১, ১২:৪০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগ। এই লিগে কাঠমান্ডু কিংস এলেভেনের হয়ে খেলবেন স্বন্দীপ লামিচানে। তিনি তার দলের হয়ে খেলার জন্য আমন্ত্রণ জানান পাকিস্তানি সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে। লামিচানের ডাকে সাড়া দিলেন আফ্রিদি। একই জার্সিতে খেলবেন কাঠমান্ডু কিংস এলেভেনের হয়ে।

দলের ক্যাম্পেইন শুরু করার আগে আফ্রিদিকে উদ্দেশ্যে করে একটি ভিডিও বার্তাও পাঠিয়েছেন নেপালি লেগস্পিনার লাগিচানে। সেখানে আফ্রিদিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘কাঠমান্ডু কিংস এলেভেনে আপনাকে স্বাগতম। ছেলেরা আপনাকে মাঠে দেখতে উদগ্রীব। আমি নিশ্চিত যে, নেপালে আপনার দারুণ সময় কাটবে। আপনাকে দলে দেখার জন্য তর সইছে না।’

এদিকে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার আগে আফ্রিদি বলেন, ‘কাঠমান্ডুতে এটাই আমার প্রথম সফর হবে। আমি এই সফরকে ঘিরে রোমাঞ্চিত। আশা করছি ভালো সময় কাটবে।’

এসময় সংবাদ মাধ্যমের এক কর্মী তাকে প্রশ্ন করেন, এভারেস্ট প্রিমিয়ার লিগে কয়টি ছক্কা মারবেন? উত্তরে হাসি দিয়ে আফ্রিদি বলেন, ‘এটা নির্ভর করছে প্রতিপক্ষের বোলিংয়ের ওপর। তবে আমি আমার সেরাটা দিয়ে নেপালের মানুষকে বিনোদন দেয়ার চেষ্টা করব।’

(ঢাকাটাইমস/২৭জুলাই/এমএম)