বিমা ও ফার্মা খাতের উত্থানেও পুঁজিবাজারে পতন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৩:৪১

দেশের দুই পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমতে দেখা গেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারও ইউনিটের দর। এদিন বেড়েছে গত দিনের তুলোনায় লেনদেনের পরিমান। তবে আজ ঘুড়ে দাড়াতে দেখা গেছে বিমা খাতের কোম্পানি গুলোকে। এই খাতে আজ সবচেয়ে বেশি কোম্পানির শেয়ার দর বেড়েছে। লেনদেনেও অবস্থান করছে সবার উপরে।ফার্মা খাতেও দেখা গেছে উত্থান। বিমা ও ফার্মা খাতের এমন উত্থানও পুঁজিবাজারের পতন ঠেকাতে পারেনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার লেনদেন শেষে দেখা গেছে ১৮২ কোটি টাকা লেনদেন করে সবগুলো খাতের উপরে অবস্থান করছে বিমা খাত। যা ডিএসইর মোট লেনদেনের ১৩ শতাংশ। আর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ওষুধ এবং রসায়ন খাত। এই খাতে আজ লেনদেনে হয়েছে ১৪৯ কোটি টাকা। ১৪১ কোটি টাকা লেনদেন করে তৃতীয় স্থানে উঠে এসেছে প্রকৌশল খাত।

তবে আজ বস্ত্র খাতেও বাড়তে দেখা গেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।তবে কমতে দেখা গেছে ব্যাংক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৬২ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ৩৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৪২৮ কোটি টাকা।

দিনটিতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৩৭৯ পয়েন্টে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৩০৮ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

মঙ্গলবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭৩৫ টাকা, যা আগের দিনের তুলনায় ১৩ কোটি টাকা কম। এদিন দেশের উভয় পুঁজিবাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৪টির। কমেছে ১৬৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৩২ পয়েন্টে। সিএসই-এক্স সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১২৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৪৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৪ পয়েন্টে। সিএসআই ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬১ পয়েন্টে।

আজ সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটি আজ মোট লেনদেন করেছে ৬৪ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা। এছাড়াও লেনদেনে এগিয়ে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ফু-ওয়াং সিরামিক লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, একটিভ ফাইন লিমিটেড এবং জেনারেশন নেক্সট লিমিটেড।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :