কিছু বলার আগে আমরা ভাবি না কেন?

রুনা খান
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৭:২২

আমি ব্যক্তিগতভাবে এক দম্পতিকে চিনতাম যাদের পরিবার-আত্মীয়স্বজনের মধ্যে অন্তত চারজন স্পেশাল-চাইল্ড রয়েছে, কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে খোঁচা মেরে পচানোর জন্য তারা তাদেরকে প্রতিবন্ধী বলে অভিহিত করেন।

‘দেখছিস কেমন প্রতিবন্ধীর মতো করে কথা বলে। প্রতিবন্ধীর মতো হা করে থাকে...’ স্বাভাবিক মানুষ সম্পর্কে এমন মন্তব্য করে হেসে কুটি-পাটি যান তারা। এরা আবার সমাজের বেশ সুশীল ভংধারী মানুষ। কিন্তু সমাজ ও জাতির সকল বিষয়ে তারা বড়-বড় বাণীও ছাড়েন। কেন বললাম এই গল্প? কতটা অসংবেদনশীল আমরা সেটা বুঝাতে।

সমাজের নিচু থেকে উঁচু, অজ্ঞ থেকে সুশীল বেশিরভাগ মানুষ অসংবেদনশীল। কিছু বলার আগে আমরা ভাবি না, আমার বলে ফেলা কথাটা আরেকজনের কতটা কষ্টের কারণ হতে পারে।

আমি ক্ষুদ্র এক নাট্যকর্মী হিসেবে সকল স্পেশাল-চাইল্ড এবং তাদের বাবা-মার কাছে ক্ষমা চাইছি আমার সহকর্মীদের ভুল এবং অসংবেদনশীল আচরণের জন্য।

লেখক: অভিনয়শিল্পী

ঢাকাটাইমস/২৭জুলাই/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :