উত্তর সিটিতে ১৫ স্থানে এডিসের লার্ভা, জরিমানা সাড়ে চার লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৮:৩১

ডেঙ্গু দমনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত করপোরেশন এলাকার মোট ১৫টি ভবনে এডিস মশার লার্ভা শনাক্ত করেছে। এ সময় ভবন মালিকদের থেকে চার লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেছে নগর কর্তৃপক্ষ।

মঙ্গলবার করপোরেশনের ১, ২, ৩, ৫ ও ৯ নম্বর অঞ্চলে পরিচালিত পাঁচটি পৃথক ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে।

এর মধ্যে ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় ৬৭ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় তিন লাখ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাঁচটি মামলায় ১৪ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় ৫০ হাজার টাকা ও ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

প্রসঙ্গত, সম্প্রতি ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কানজক হারে বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে মারা গেছেন তিনজন। যদিও আইইডিসিআর ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি।

(ঢাকাটাইমস/২৭জুলাই/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :