বোম্বে সুইটসসহ ২৩ ভবনে লার্ভা, দক্ষিণ সিটির জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৯:০০

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানে জরিমানা গুনেছে জনপ্রিয় প্রতিষ্ঠান মোম্বে সুইটস। ভবনে এডিসের লার্ভা শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। এছাড়া আরও ২২টি ভবনের মালিকদের জরিমানা করেছে নগর কর্তৃপক্ষ।

মঙ্গলবার দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ সিটির ১১ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বোম্বে সুইটসসহ ২৩ ভবনকে মোট তিন লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দক্ষিণ সিটির ১১টি ভ্রাম্যমাণ আদালত মোট ৩৯৪টি নির্মাণাধীন ভবন বাসাবাড়ি প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করে। এসময় বম্বে সুইটসসহ মোট ২৩টি প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া যায়।

এ বিষয়ে করপোরেশনের অঞ্চল-১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, ‘আজকের অভিযানে আমরা বোম্বে সুইটসের কারখানার বেজমেন্টে মশার লার্ভা পেয়েছি। তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আগামীকালও ১০টি অঞ্চলে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।

ঢাকাটাইমস/২৭জুলাই/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :