বগুড়ায় করোনায়-উপসর্গে ১১ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৯:৩৫

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জন এবং শরীরে এই ভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। এছাড়া একই সময়ে ভাইরাসের আক্রান্ত ১৯২ জন সুস্থ হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৫১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ২৬ দশমিক ২৬ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৬ জন। মারা গেছেন ৫৪৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯০৮ জন।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :