ঢাবি শিক্ষক রাশেদা রওনকের বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:৩৬ | প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ২২:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খানের বাবা মো. আনিসুল হক খান (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি অবসরপ্রাপ্ত খাদ্য বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবী ছিলেন এবং বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর জোহরা আনিসের স্বামী।

সৌদি আরবে অবস্থানরত রাশেদা রওনক খান ঢাকাটাইমসকে জানান, বার্ধক্যজনিত কারণে গত কিছু দিন ধরে তার বাবা অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি কুমিল্লা শহরের ঝাউতলাস্থ নিজ বাসভবন ‘গ্রীণউড ভ্যালী’তে ছিলেন।

আনিসুল হক খানের ছেলে চিকিৎসক আরিফ মোর্শেদ খান জানান, বুধবার বাদ জোহর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে তার জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হয়।

আনিসুল হক খান সৈয়দাবাদ গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের কৃতি সন্তান। এলাকার মানুষের কাছে সৎ-নিষ্ঠাবান আইনজীবী হিসেবে তিনি পরিচিত। পরিবারের সদস্যরা তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

(ঢাকাটাইমস/২৭জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :