সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ২২:০৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাইয়ান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত রাইয়ান ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, ঢাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম ঈদুল আজহা উপলক্ষে তার গ্রামের বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসীতে ঈদ উদযাপন করতে আসে। মঙ্গলবার দুপুরে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাইয়ান বন্ধুদের সাথে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এ সময় রাইয়ানের বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে গভীর পানি থেকে স্বজ্ঞাহীনভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কিশোর রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। রাইয়ানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :